As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4474

ঈদ কুরবানী

প্রকাশকাল: 30 Apr 2018

প্রশ্ন

করবানী যদি অংশীদারীর ভিত্তিতে দেয়া হয় সেক্ষেত্রে টাকার ভাগ কি শুধুমাত্র পশুর দামের ক্ষেত্রে সকলের সমান হতে হবে নাকি করবানী পর্যন্ত যত খরচ হয়েছে তা স্মান ভাগ হবে? ্ যেমন সকল অংশীদার পশুর দাম সমান দিলো। কিন্তু একজন অংশীদার পশুর খাবার, কসাই খরচ বাবদ যে ব্যয় হয়েছে তা দিলো না, সেক্ষেত্রে কি তার ওই অংশিদারের কোরবানী হবে কিনা?

উত্তর

সবাইকে সমান ভাগে দিতে হবে তবে একজন যদি অন্যদের পক্ষ থেকে সব টাকা দিয়ে দেন তাহলে কোন সমস্যা নেই। সকলের কুরবানী হবে।