As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4471

ঈদ কুরবানী

প্রকাশকাল: 27 Apr 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো যারা নামাজ পড়েনা অথবা রেগুলার নামাজি না তাদের কি কুরবানি কবুল হবে না? এবং কেউ যদি হারাম টাকা দিয়ে হজ্জে যায় তাহলে কি তার হজ্জ কবুল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যারা নামায পড়ে না তাদের কুরবানী কবুল হবে না, এটা বলা যাবে না তবে তারা মূলত কুরবানী দেয় লোক দেখানোর জন্য। আর হারাম টাকা দিয়ে হজ্জ্ব করলে হজ্জ্ব কবুল হবে না।