As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4468

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 Apr 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম!!
আমি সাথী আক্তার, গাজিপুর থেকে বলছিলাম । আমার বয়স ২৩ বছর, আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি। পরিবার থেকে আলাদা থাকি । আমি গত ৮/৯/২০১৯ তারিখ নিজের পছন্দের এক ছেলেকে বিয়ে করেছিলাম,. কিন্তু আমার বাবা মা জানে না। যেহেতু বাবা মা আমার সাথে থাকে না, তাই আমি তাকে নিয়ে আমার ঘরে একসাথে থাকতে শুরু করি, বেশ কিছুদিন পর আমি জানতে পারি সে নেশাগ্রস্ত এবং মাদক ব্যবসায়ী,পালাতক আসামি। তার আগের বউ আছে, আমার সাথে প্রতারণা করার জন্য আমার কাছে এসেছে এবং সবকিছু লুকিয়েছে। সে আমাকে ব্যবহার করার জন্য বিয়ে করেছে, তার একমাস পর সে আমার ঘর থেকে পালিয়ে যায় । আর আমার কাছ থেকে ডিভোর্স চাইতে থাকে, এমতাবস্থায় আমি জানতে পারি বাবার অনুমতি ছাড়া নাকি মেয়েদের বিয়ে হয় না, আমি এখন ভাবছি তাহলে তো আমাদের বিয়ে হয়নি । এখন আমি কি করবো.?
এখন সে যেহেতু আমার সাথে থাকতে চায় না, আমিও চাই না। তাই আমি ডিভোর্সের পেপার রেডি করেছি । আমি যে এরকম একটা পাপময় জীবনে ছিলাম সে জন্য কি আল্লাহ আমায় ক্ষমা করবেন.?
আমি ওতটা গুছিয়ে লিখতে পারিনি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এবং আমায় সঠিক পরামর্শ দিবেন। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সে যদি আপনাকে ডিভোর্স দিতে বলে আর আপনি দিতে চান দিতে পারেন। সামনে যখন বিয়ে করবেন বাবা-মায়ের অনুমতি ছাড়া করবেন না। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে. তওবা করে পাপমুক্ত জীবনযাপন করুন। বিস্তারিত জানতে আমাদের দেয়া 0041 নং প্রশ্নের উত্তর দেখুন।