As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4467

ঈদ কুরবানী

প্রকাশকাল: 23 Apr 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। বেঙ্গল মিট নামে এক কোম্পানি আছে, যারা এ বছর করোনা পরিস্থিতিতে, গরু কুরবানীর একটি সিস্টেম চালু করেছে। সেটি হল যে -অনলাইনে তাদের থেকে গরু কিনলে তারা ঈদের দিন গরু জবাই দিয়ে মাংস বাসায় এনে পৌঁছে দিবে। তাতে কি আমার কুরবানী আদায় হবে?

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। জ্বী, যদি তারা শরীয়াহ মুতাবেক জবেহ করে তাহলে কুরবানী আদায় হবে। তবে খুব বেশী সমস্যা না হলে যার কুরবানী তার তত্ত্বাবধানে জবেহ করা, গোশাত বন্টনসহ সবকিছু হওয়া উচিত।