As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4464

বিবিধ

প্রকাশকাল: 20 Apr 2018

প্রশ্ন

স্যর আমি জানতে চাচ্ছিলাম ১/ রাতে না গুমিয়ে তাহাজ্জুদ পরলে কি সেটা তাহাজ্জুদ বলে গন্য হবে না? আমি রাতে না ঘুমিয়েই তাহাজ্জুদ পড়ে থাকি অধিকাংশ সময়। ঘুমের সাথে তাহাজ্জুদের সম্পর্ক টা যদি একটু বলতেন। ২/ শুক্রবার সারাদিন বেশি বেশি দুরুদ পড়তে হয়। সেটা কি শুধু দুরুদে ইব্রাহিম পড়ব? ৩/ হতাশা কি গুনাহ? হতাশাতে ভুগলে অথবা হতাশা হচ্ছে এটা নিয়ে থাকলে সেটা কি গুনাহ হবে? আমি কোথাও শুনেছে হতাশা গুনাহ, কোথাও শুনেছি হতাশা হওয়া খারাপ কিছু না। আল্লাহর কাছে দুয়া করে সাহায্য চাইতে হবে। ৪/ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাযযলিমিন, লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ – পড়ে দুয়া করলে কি দুয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে?

উত্তর

এশার পর রাতের এক তৃতীয়াংশ পার হয়ে গেলে যে সালাত আদায় করা হয় সেটাকে মূলত কিয়ামুল লাইল বা রাতের সালাত বলা হয়। কিয়ামুল লাইল ঘুম থেকে উঠে আদায় করলে পরিভাষায় তাকে তাহাজ্জুদ বলা হয়। ঘুম থেকে উঠে সালাত আদায় করার ফজিলত বেশী। ২।যে কোন দরুদ পড়লেই হবে। দরুদের ইবরাহীম পড়তে পারেন। ৩। জ্বী, হতাশ হওয়া গুনাহ। আল্লাহ কুরআনে আল্লাহ রহমত হতে নিরাশ হতে নিষেধ করেছেন। দুআ ও চেষ্টা করতে হবে, হতাশ হওয়া যাবে না। ৪। দরুদ পড়ে দুআ করবেন। এগুলো যে কোন সময় পড়তে পারেন।