As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4461

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 Apr 2018

প্রশ্ন

আস্সালামু অলাইকুম। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন। আমি খুব বেশি মানসিক অশান্তিতে ভুগছি। আমি ঘটনাটি পুরো বর্ণনা করছি। আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়। আর ঘটনাটি আজ থেকে চার/পাঁচ বছর আগের। তখন আমার বয়স খুবই কম ছিলো এবং আমি ইসলামিক নিয়ম নীতি কিছুই মেনে চলতাম না। ইসলাম সম্পর্কে আমার জ্ঞান ছিলো একদম সংকীর্ণ। আমার স্বামীর সাথে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়। কিছুদিন একটু ঝগড়া বিবাদ চলে। তো তখন আমার আম্মু আমাকে বলে যে সে এক লোকের সঙ্গে কথা বলেছে ঐ লোক তালা পড়া জাতীয় কিছু একটা করবে এবং আমাদের মধ্যে সমস্যা গুলো মিটে যাবে। আমাদের মধ্যে মোহব্বত বাড়বে এবং কখনো আলাদা হবোনা। উল্লেখ্য যে, তখন আমি এটাই বুঝতাম না যে এই তালা পড়া জিনিসটা কি? অথবা এইগুলো কেন হয়? আমার শুধু মনে হয়েছিলো স্বামী স্ত্রীর মোহব্বত বাড়বে অর্থাৎ ভালো কিছু। এবং এই ধরনের তাবিজ অথবা বশীকরণ যে ইসলামে হারাম এই সম্পর্কে কোন ধারণাই আমার ছিলো না। আমার আম্মু আমাকে সাথে নিয়েই সেই তালাটি নদীতে ফেলে দিয়েছিলো। এখন আমি পুরোপুরি ইসলামের নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করি। আজ একটা বছর ধরে আমি হেদায়েত এর পথে এসেছি। হঠাৎ করে আমি আজ একটা হাদিস পারলাম এই তাবিজ এবং যাদু সম্পর্কিত। এগুলো যারা করে তারা নাকি কখনো জান্নাতে যাবে না। এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। এটা জানার পর থেকে আমি নিজেকে কিছুতেই স্বাভাবিক রাখতে পারছি না। এমন বড় ধরনের গোনাহ করার জন্য আমি অনেক বেশি লজ্জিত। আমার অনেক বেশি ভয় হচ্ছে। অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে ভয়ংকর স্বপ্ন দেখছি। আমি আল্লাহর কাছে তওবা করেছি তাও ভয় যাচ্ছে না। আম্মুর মুখে শুনেছি এই তালা পড়া নাকি কখনো কাটানো যায়না। ইউটিউবে অনেক মুফতি সাহেবের ভিডিও তে দেখলাম এমন যাদুর প্রভাব কাটানোর জন্য কিছু আমলের কথা বলেছেন। আমি আমার স্বামীর জন্য ওগুলো করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও বা আমি আজও পর্যন্ত সিউর না যে ঐ তালা পড়া তে কোন কাজ হয়েছিলো কিনা কারণ যেই লোকটা এই কাজ করেছিলো তাকে ঐ সময় আমার নিতান্তই ভন্ড মনে হয়েছিলো। আমার স্বামী আমাকে আগে থেকেই অনেক বেশি ভালোবাসে এজন্য বুঝতে পারছি না যে কোন লক্ষণে প্রকাশ পাবে যে তালাপড়া সত্যি। তবে যাই হোক আমি যে বড় গোনাহ করেছি এটা সবথেকে বড় সত্যি । শুধু এই বিষয়টি না প্রতিনিয়ত এমন অনেক গোনাহ সম্পর্কে অবগত হচ্ছি যা আমি পূর্বে করেছি। আমি এগুলোর জন্য অনেক বেশি অনুতপ্ত। মোনের মধ্যে সবসময় অস্থিরতা কাজ করছে। খুব কষ্টে আছি। স্যার, এখন বলুন আমি কি করবো? আল্লাহ্ কি আমাকে ক্ষমা করবেন?আমি তো অনেক বড় পাপী! আমার এখন কি করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি তওবা করেছেন, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সুতরাং টেনশনের কারণ নেই। ক্ষমা চাইলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। এখন ইসলামের পথে পরিপূর্ণরূপে চলতে থাকুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন।