আসসালামু আলাইকুম, শায়েখ আমাদের গ্রামে একজন শিক্ষক প্রাইভেট পড়ায়। সেখানে সে তার ছাত্র-ছাত্রীদের বলেছে যে, হাতের বা পায়ের আঙ্গুল ফুটালে শয়তানের তাসবী গোনা হয়। কথাটা সত্য কিনা? কুরআন-হাদিসে আঙ্গুল ফুটানোর কোনো বিধান আছে কিনা?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। উক্ত শিক্ষকের কথা ঠিক নয়। আর উক্ত শিক্ষক যদি নন মাহরাম, প্রাপ্ত বয়স্ক ছাত্রীদের পর্দাহীনভাবে প্রাইভেট পড়ায় তাহলে এই পড়ানো হারাম।