As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4455

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 Apr 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম.. আমার পিরিয়ড date ছিল জুন মাসের পনেরো তারিখ.. তাহলে next date জুলাইয়ের ১৫ তারিখ এর এদিক ওদিকে হওয়ার কথা..কিন্তু পিরিয়ড জুলাইয়ের ১ তারিখে আবার শুরু হয়ে যায়.. আজ জুলাইয়ের ১৬ তারিখ এখনো পিরিয়ড অফ হয় নাই…এমতাবস্থায় আমি নামাজ ছেড়ে চলেছি(আল্লাহুমাগফিরলি).. এখন আমার করণীয় কি? যেহেতু ১৫ তারিখ আমার পিরিয়ড ডেইট তাহলে এখনো যে পিরিয়ড চলছে এটা কে কি আমি পিরিয়ড ধরে নামাজ বাদ দিবো নাকি এটা ইস্তেহাযা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এক পিরিয়ড থেকে আরেক পিরিয়ডের সর্বনিমম্ন সময় ১৫ দিন।সুতরাং যে দিন আপনার পিরিয়ড শেষ হয়েছে তার পনের দিন পর থেকে নতুন পিরিয়ড গণনা শুরু করবেন। পনেরো দিনের আগের রক্ত ইস্তেহাযা হিসেবে গন্য হবে। আবার নতুন করে গণনা করার দশদিন পরও যদি রক্ত থাকে তাহলে সেই রক্তও ইস্তেহাজা হিসেবে গন্য। সমস্য যত দিন থাকে ১০ দিন পিরিয়ড আর ১৫ দিন পবিত্র হিসেব নামায আদায় করবেন।