আস সালামু আলাইকুম প্রিয় শায়খ,
প্রেমালাপ ব্যতীত দ্বীনের ব্যাপারে শিক্ষা, আলোচনা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা নিয়ে যদি আমার হবু স্ত্রীর সাথে মোবাইলে কথা বলি সেটি কি জায়েয হবে? বিয়েতে দুই পরিবারের মৌন সম্মতি স্থীর হয়েছে। নাকি আমার জন্য উত্তম হবে অপেক্ষা করা এবং যখন সে আমার ঘরে আসবে তারপর থেকে তাকে সঠিক ইসলামের বিশ্বাস এবং অন্যান্য দ্বীনদারি ইলম শিক্ষা দেয়া।