As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 445

ইতিহাস

প্রকাশকাল: 19 Apr 2007

প্রশ্ন

এক হিন্দু ভাই কথায় কথায় বললেন, ১৯৭১ এ যুদ্ধের সময় গনীমতের মাল বলে বলে বাংলাদেশের মুসলমানরা এদেশের হিন্দুদের গরু ছাগল বিভিন্ন খাদ্য বস্তা ইত্যাদি নিয়ে যেত! কিচ্ছু বলা যেতনা! আমি হিন্দু ভাইকে বুঝালাম ঐটা সন্ত্রাস, ধর্মব্যবসা। ইসলাম নয়। শায়েখের কাছে গনীমতের মাল কি আর ৭১ সালের ঐ ধরনের ঘটনা কি মালে গনীমত? বিস্তারিত জানতে চাই। এতে অমুসলিমদেরকে দাওয়াত দিতে বেশ উপকার হবে।

উত্তর

না, ১৯৭১ সালের হিন্দুদের সম্পদ গনীমতের সম্পদ নয়। কারণ যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষের ফেলে যাওয়া সম্পদই কেবল গনীমতের সম্পদ হিসাবে গন্য।আরো সহজে বললে মুসলিম বাহিনী কাফের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে কাফের বাহিনী পরাজিত হয়ে চলে যাওয়ার সময় যেসব সম্পদ যুদ্ধের ময়দানে রেখে যায় সেগুলোই হলো গনীমতের সম্পদ। এর বাইরে বিজিত এলাকার যে কোন সম্পদ নেয়ায় লুটপাট এবং সন্ত্রাস হিসাবে গণ্য।