As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4446

ঈমান

প্রকাশকাল: 2 Apr 2018

প্রশ্ন

আসসালামু আলআলাইকুম। মাঝে মাঝে প্রবল সন্দেহ জেগে ওঠে মনে আসলেই কী আমি ঠিক ধর্ম গ্রহণ করেছি কি না বা আসলেই কী আমি ঠিক পথে হাটছি কি না বা শুধু মুসলিম পরিবারে জন্মের কারনেই কী মুসলাম কি না, অন্য ধর্মের হলে ঈমান আনতে পারতাম কি না এবং আমার আসলেই ঈমান আছে কি না এবং এসব ভাবনার কারনে ভয় উত্তর উত্তর বেড়েই যাচ্ছে মনের মধ্যে। এ থেকে পরিত্রানের উপায় বলে দিলে অনেক উপকার হতো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এসব ভাবনা ছেড়ে দিন। বেশী বেীশ কালেমা পাঠ করুন। ফরজ ও ওয়াজিব কাজ যথাযথ আদায় করুন, হারাম-হালাল বেঁছে চলুন। আল্লাহর কাছে সব সমস্যার সমাধানের জন্য বেশী বেীশ দুআ করুন।