As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4441

সালাত

প্রকাশকাল: 28 Mar 2018

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি জামাতে নামাজে সালাম ফিরানোর ব্যাপারে বিস্তারিত জানতে চাই। আমি অনেক খুজাখুজি করে সালাম ফিরানোর ব্যাপারে দুধরনের মত খুজে পেয়েছি। ১। ইমাম একদিকে সালাম ফিরানোর পর সালাম ফিরানো। ২। ইমাম দুইদিকেই সালাম ফিরানোর পর সালাম ফিরানো! (আমি শায়খ আহমাদুল্লাহর কথানুযায়ী এই ২নাম্বার মত টা অনুসরণ করি। সমস্যা হচ্ছে আমাদের গ্রামে ইসলামিক দিক দিয়ে বিজ্ঞ কেউ নেই। এখন গ্রামের দুইজন মুরুব্বি সোজাসুজি বলতেছে তোমার নামাজ হবেনা। আমি অনেক সুন্দরভাবেই বুঝিয়ে দিয়েছিলাম। তারপরে উনারা আমাদের মসজিদের ইমামসাহেবের থেকে জানতে চাইলেন। ইমাম সাহেবের মত প্রথমে স্পষ্ট ছিলোনা। যখন আমি ভালভাবে এই দুই মতের কথা বললাম,তখন উনিও দুইধরনের মত বলে দিলেন। ১। একদিকে সালাম ফিরানোর পর মুসল্লি সালাম ফিরাবে। ২। ইমাম সাহেবের যখন ডানদিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরাবে তখন “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ“ এর হ শব্দটার উচ্চারণের রেশ যতক্ষণ থাকবে এই সময়ের মধ্যে মুসল্লি সালাম ফিরানো শুরু করবে। যদি দুইদিকে পরিপুর্ণ সালাম ফিরানোর পর মুসল্লি সালাম ফিরায় তাহলে তার নামাজ হবেনা!
এখন পড়লাম মহাবিপদে!
আবার একজনের কাছে শুনলাম, আসসালামু আলাইকুম ওয়া রহ (যখন এই র এর উচ্চারণ আসবে তখন সালাম ফিরানো উত্তম। এটা নাকি উনি হাদিসে পাইছে)। আমি পরিপূর্ন সুন্নাহ মানতে চাই। উত্তম যেটা সেটা মানতে চাই। এক্ষেত্রে এখন আমি কোন আমল টা করবো শায়খ?
অনুগ্রহ পূর্বক আমাকে সহিহ মতটি জানাবেন!
জাজাকাল্লাহ খইরন!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উত্তম হলো ইমাম দুইদিকেই সালাম ফিরানোর পর সালাম ফিরানো। তবে ইমাম সাহেবের সাথে সাথে ইমাম সাহেবের একটু পরে সালাম ফিরালেও নামায সহীহ হবে। মোট কথা ইমাম সাহেবের আগ বাড়িয়ে সালাম না ফিরিয়ে তার পরপর ফিরালেও নাময সহীহ হবে। উত্তমটা মানতে গেলে বিব্রতকর অবস্থায় পড়লে কম উত্তমটা অনুস্বরণ করাই তখন উত্তম হয়ে পড়ে।