As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4432

নামায

প্রকাশকাল: 19 Mar 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। প্রশ্ন: সম্পূর্ণ জামাআতে নামাজ না পেলে বাকি নামাজ আদায়ের জন্য কখন উঠবো, ইমাম ডান দিকে সালাম ফিরাবার সাথে সাথেই নাকি দুই দিকেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করার পর উঠবো?
দলিল এবং সঠিক যুক্তি সম্পন্ন উত্তর আশা করছি। জাঝাকাল্লহ!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে সালাম ফিরানোর বলতে দুই দিকে সালাম ফিরানোকেই বুঝানো হয়েছে। সুতরাং দুই দিকে সালাম ফিরানোর পরই উঠবেন। তবে একদিকে সালাম ফিরানোর পর উঠলেও নামায হবে। এই বিষয় নিয়ে খুব বেশী ভাবার দরকার নেই।