As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4424

তাওহীদ

প্রকাশকাল: 11 Mar 2018

প্রশ্ন

দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন। মরক্কো তে জুম্মার নমাজ যে ইমমের পেছনে আদায় করেছি তার দাড়ি চিলনা এবং বিশ্ষ কারী আব্দুল বাছিত এর দাড়ি চিলনা তাহলে কি উনাদের পেছনে কারো নমাজ হয়নি?

উত্তর

দাঁড়ি খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। দাঁড়িবিহীণ মানুষকে রাসূলুল্লাহ সা. ঘৃনা করতেন। রাসূলুল্লাহ সা. নিজে দাঁড়ি রেখেছেন, দাঁড়ি রাখতে আদেশ করেছেন। দাঁড়ি না রাখা খুবই জঘন্য অন্যায় কাজ। ইমাম সাহেব ধর্মের দিক দিয়ে অনুসৃত ব্যক্তি। ইমাম সাহেবের দাঁড়ি না থাকা একটি মুসলিম সমাজের চরম দৈন্যদশাকেই ইঙ্গিত করে।নামায হয়ে যাবে তবে আল্লহভীরু নামায পড়ানোর যোগ্য লোক থাকা অবস্থায় দাঁড়িবিহীন ইমামের পিছনের নামায পড়া নিঃসন্দেহে মাকরুহ। এই ধরণের লোকদের ইমাম বানানো চরম অন্যায়। দাঁড়ি কাটা গুনাহের কাজ, সে যেই করুক না কেন।