আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি বৈধ কি না আর এ ধরনের চাকরিতে বেতনের একটা নির্দিষ্ট অংশ প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখা হয় এবং একজন কর্মচারীর অবসরগ্রহণের পর তার উক্ত কেটে রাখা সমুদয় টাকা এবং তার উপরে সুদ যোগ করে কর্মচারিকে পেনশন হিসেবে প্রদান করা হয়। সরকারি চাকরিতে উক্ত সুদ গ্রহণ করা বা না করার দুটো সুযোগই কর্মচারীর আছে। এখন আমার প্রশ্ন হলো প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা হালাল নাকি হারাম? অনুগ্রহ করে দলিলসহ জানালে ভীষণ উপকৃত হবো।