As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4413

সালাত

প্রকাশকাল: 28 Feb 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ আমি বুকে হাত বেধে নামাজ পরায় আমায় মসজিদের হুজুর ইয়াহুদীনাসারাদের দালাল বলে। এবং লা মাঝহাবি কাফের ও বলে। সে ক্ষেত্রে যদি আমি বাসায় নামাজ আদায় করি তার কি হুকুম কি? এবং আসে পাসে আরো মসজিদ আছে তার ওও একই অবস্থা ইমামদের সবার চিন্তা একই রকম। কেননা এই বরিশাল চরমোনাই এর অন্ধ ভক্ত সবাই। এরা এও বলে জে মুরিদ না হলে সে কাফের মুরিদ হওউয়া ফরজ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন অবস্থতাতেই জামাতা ত্যাগ করবেন না। বুকের উপর হাত বাঁধার বিশেষ কোন ফজিলত নেই, নাভীর নিচে হাত বাঁধলেও কোন সমস্যা নেই। সুতরাং বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। মুরিদ হওয়ার দরকার নেই, কুরআন- সুন্নাহ মোতবেক চললেই হবে।