As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4407

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 Feb 2018

প্রশ্ন

আমি আর আমার এক বন্ধু এক সাথে ছাত্র অবস্থায় ৬ বছর মেছে ছিলাম। আমার বন্ধু বিয়ে করেছে, আমি এখনো করিনি। আমাদের যে ইনকাম তা দিয়ে ঢাকায় এখন স্বামী-স্ত্রী মিলে বাসা নিয়ে থাকা কষ্ট হয়ে যাবে। আমাদের প্ল্যান আছে এরকম, আমি বিয়ে করার পর আমরা দুই বন্ধু মিলে একটা ফ্লাট নিয়ে স্ত্রী সহ থাকবো। তখন বলতে গেলে চার জন মিলে একটি পরিবারের মত করে থাকা হবে। এক্ষেত্রে আমারা দুজনেই আর্থিক ভাবো সাপোর্ট পাবো খরচ টাও কমাতে পারবো। আমার প্রশ্ন হলো এভাবে কি একসাথে থাকা ইসলাম অনুমোদন করে? যেহেতু আমার স্ত্রীর কাছে আমার আমার বন্ধু বেগানা পুরুষ আর আমি আমার বন্ধুর কাছে বেগানা পুরুষ।

উত্তর

একই ফ্লাটে দুইটি পরিবার থাকলে পর্দাহীণতার প্রবল আশঙ্কা থাকে তাই এভাবে থাকবেন না। তবে যদি কোনভাবে একটি ফ্লাটকেই আপনারা দুইভাগ করে নিতে পারেন অথ্যাৎ দুটি ফ্লাটের মত করতে পারেন, দুই পরিবারের কারো সাথে কারো দেখা হবে না, সম্পূর্ণ আলাদা বাড়ির মত হবে তাহলে সমস্যা নেই।