আসসালামুওয়ালাইকুম,
ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রাতিষ্ঠানিক জীবনের নানা পরীক্ষায় বলাবলি করে বা অন্যের দেখে অর্থাৎ অসদুপায় অবলম্বন করে এ পর্যন্ত এসেছি। এখন আমি একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। এভাবে পরীক্ষা ব্যবস্থায় আমি যা যা অর্জন করেছিঃ
১)অষ্টম শ্রেণীতে বৃত্তি, প্রায় ১০,০০০/- যার পুরোটাই খরচ হয়ে গেছে। ২)দ্বাদশ শ্রেণিতে বৃত্তি,প্রায় ২০,০০০/- যা হাতে আছে। ৩)বিশ্ববিদ্যালয় জীবনে টিউশনি করিয়ে প্রায় ২,০০,০০০/- মত যা দৈনন্দিন খরচ হয়ে গেছে। টিউশনির টাকার মধ্যে বেগানা নারীকে পড়ানোর টাকাও অন্তর্ভুক্ত যে পর্দা করে না। এখন আমি তওবা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর অসদুপায় অবলম্বন করবো না। কিন্তু এই তিন ধরণের টাকা কি করবো?
আর এই পদ্ধতিতে শিক্ষাজীবন শেষ করে,চাকরি করলে তা হালাল হবে কি?না হলে বিকল্প কি করতে পারি?