আসসালামু আলাইকুম। একটি উত্তর জানা খুব দরকার। তা হলোঃ মসজিদ এ অনেক সময় নামাজ শেষে কারো মৃত্য হলে তার কয়েকদিন পর সবাই মিলে দুয়া করে এবং দুয়া শেষে সবাই কে প্যাকেটে করে মিষ্টি জাতীয় জিনিস বা বিরানি জাতীয় খাবার দেয়। এভাবে আমি সবার সাথে দুয়া করি না। কিন্তু আমাকে তাও ঐ প্যাকেট দেয়। এখন এ-ই প্যাকেট কি নেয়া যাবে অর্থাৎ খাওয়া জায়েজ হবে? আর যদি দিয়ে দেই ই সেক্ষেত্রে কি করা উচিত।