As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4393

ঈমান

প্রকাশকাল: 8 Feb 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কুরআনে আছে, أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ
(আল মুল্ক – ১৬)
তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে। এ আয়াত বলে আল্লাহ আকাশে আছেন। আবার অন্য আয়াতে আছে, الرَّحْمَـٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوَىٰ
(ত্বোয়াহ – ৫)
তিনি পরম দয়াময়, আরশে সমুন্নত হয়েছেন। এই আয়াত বলে আল্লাহ আরশে সমুন্নত। অর্থাৎ,উক্ত দুই আয়াত বলে আল্লাহ একই সাথে আকাশে আবার আরশের উপরেও। আকাশ আর আরশ এক নয়। আমি কি এটাই বিশ্বাস করব যে আল্লাহ একই সময় আরশের উপর এবং আকাশেও?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখানে আকাশ বলতে আরশই উদ্দেশ্য। আল্লাহ আরশে আছেন।