As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4392

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 7 Feb 2018

প্রশ্ন

শায়েখ,একটা ব্যাপার প্রায়ই দেখি অনেক জায়গায় যে বলে, নামায শেষ করার পর যদি দেখে কাপড়ে নাপাকি থাকে বা সতরের কোনো অংশ খোলা ছিলো, যেটা নামাযের পরে জানছে, তাহলে নাকি নামায হয়ে যায় আর পড়তে হয় না কারণ এটা অজ্ঞতাবশত হইছে। এটা কি ঠিক?

উত্তর

না, এটা ঠিক নয়। এই ধরণের অবস্থায় নামায পূনরায় আদায় করতে হবে।