As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4390

যিকির দুআ আমল

প্রকাশকাল: 5 Feb 2018

প্রশ্ন

আছছালামু আলাইকুম,
আমি যদি ছল্লল্লহু আলা মুহাম্মাদ, ছল্লল্লহু আলাইহি ওয়াছাল্লামএকের পর এক পড়তে থাকি তাহলে কি আমি সঠিক পদ্ধতিতে দুরুদ ও ছালাম প্রেরন করছি? নাকি এটা হয় নাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি সঠিক পদ্ধতিতে দরুদ ও সালাম পেশ করছেন।