As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 439

নামায

প্রকাশকাল: 13 Apr 2007

প্রশ্ন

স্যার, নামাজে যখন তেলাওয়াত করা হয় তখন যদি আমি নামাজে অংশ নেই তাহলে কি আমি সানা পড়বো নাকি তাকবির দিয়ে তেলাওয়াত শুনবো?

উত্তর

নামাযে তেলাওয়াত শুরু হওয়ার পর অংশ নিলে তেলাওয়াত শুনবেন। সানা পড়বেন না।