As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4386

হালাল হারাম

প্রকাশকাল: 1 Feb 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মসজিদ থেকে বাসার খাওয়ার জন্য পানি নেওয়া কি জায়েজ? যদিও পানি নেওয়ার ব্যাপারে অনুষ্ঠানিক নিষেজ্ঞাতা কর্তৃপক্ষ থেকে আসে নি । তবে কমিটির লোকজনদের মধ্যে দু একজন ব্যাক্তিগতভাবে অপছন্দ করে । তবে এলাকার প্রত্যেকেই মসজিদের বিবিধ খরচাবলি যেমন : পানির বিল, বিদ্যুৎ বিল প্রদান করে ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা মূলত এলাকার প্রচলের উপর নির্ভর করে। যদি কোন নিষেধাজ্ঞা না থাকে, এবং সাধারণভাবে সবাই নেয় তাহলে জায়েজ আছে।