As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4383

বিবাহ-তালাক

প্রকাশকাল: 29 Jan 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়খ আমার এক বন্ধু একটা মেয়ে কে পছন্দ করতো। পরে মেয়েটি নিজের ইচ্ছা ইসলাম গ্রহন করে। এবং বাড়ির সামনে মসজিদের ইমাম বলেছিলো যে যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল (সঃ) কে সাক্ষী রেখে বিয়ে করলে নাকি বিয়ে হয়ে যায়। পরে তারা এই ভাবে বিয়ে করে। আমার জানার ছিলো যে এই ভাবে কি বিয়ে হবে? দয়া করে আমায় জানাবেন এবং ভুল হলে এই ফেতনা থেকে বাচাবেন। জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেবের বক্তব্য সম্পূর্ণ ভুল, বানোয়াট। বিয়ের জন্য দুইজন পুরুষ অথবা একজন পুরুষ আর দুইজন মহিলা সাক্ষী থাকা আবশ্যক। আর মেয়ের বিবাহের জন্য মেয়ের অভিভাবকের অনুমতি থাকা জরুরী। সুতরাং তাদের বিবাহ শুদ্ধ হয় নি। নতুন করে তাদের বিবাহ করতে হবে ইসলামী আইন অনুযায়ী।