As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4381

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Jan 2018

প্রশ্ন

আমার সাড়ে সাত ভরির বেশি গহনা আছে। তার কিছু অংশ আমার মেয়ের জন্য রেখেছি। আমার মেয়ের বয়স দুই বছর। তাহলে সেই অংশের মালিক আমি নাকি আমার মেয়ে? সেই অংশের উপর আমার যাকাত দিতে হবে কিনা?

উত্তর

আপনি যদি আপনার মেয়েকে দিয়ে দেন সেগুলে তাহলে তার মালিক আপনি নন। অন্যথায় আপনি মালিক। রেখেছি বলার দ্বারা কিছু স্পষ্ট হয় না। আপনি মালিক হলে আপনাকে যাকাত দিতে হবে।