As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4380

ঈদ কুরবানী

প্রকাশকাল: 26 Jan 2018

প্রশ্ন

মুসনাদে আহমেদের এই হাদিসটি কি সহিহ্/হাসান? হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
أمرت بيوم الأضحى جعله الله عيدا لهذه الأمة. قال له رجل :يا رسول الله! أرأيت إن لم أجد إلا منيحة أنثى أفأضحي بها؟ قال : لا، ولكن خذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك، فذلك تمام أضحيتك
আমি কুরবানীর দিন সম্পর্কে আদিষ্ট হয়েছি (অর্থাৎ এ দিবসে কুরবানী করার আদেশ করা হয়েছে। ) আল্লাহ তাআলা তা এ উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলাল্লাহ! যদি আমার কাছে শুধু একটি মানীহা থাকে অর্থাৎ যা শুধু দুধপানের জন্য দেওয়া হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না; বরং সেদিন তুমি তোমার চুল কাটবে (মুন্ডাবে বা ছোট করবে), নখ কাটবে, মোচ এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর কাছে তোমার পূর্ণ কুরবানী বলে গণ্য হবে। -মুসনাদে আহমদ, হাদীস : ৬৫৭৫; সহীহ ইবনে হিববান, হাদীস : ৭৭৩; সুনানে আবু দাউদ, হাদীস : ২৭৮৯; সুনানে নাসায়ী, হাদীস : ৪৩৬৫

উত্তর

এই হাদীসটিকে ইমাম জাহাবী রহি, এবং হাকীম রহি.. সহীহ বলেছেন। দেখুন, আলমুসতাদরক হাকিম, হাদীস নং ৭৫২৯। শায়খ শুয়াইব আরনাউত বলেছেন, হাদীসটির সনদ সহীহ । দেখুন, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৫৯১৪; আরেক জায়াগাতে তিনি হাদীসটির সনদকে হাসান বলেছেন, মুসনাদু আহমাদ, হাদীস নং৬৫৭৫; অন্যত্র হাদীসটির সনদকে তিনি শক্তিশালী বলেছেন, সুনানু আবু দাউদ, হাদীস নং ২৭৮৯। শায়খ আলবানী, হাদীসটিকে যয়ীফ বলেছেন। সামগ্রিক বিবেচনায় হাদীসটিকে হাসান বলা যায়।