As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4379

তাওহীদ

প্রকাশকাল: 25 Jan 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমার ২ টি প্রশ্ন
প্রশ্ন ১. আমাকে যখন কেউ বলে কেমন আছেন জিজ্ঞাসা করে তার উত্তরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় এখন কথা হচ্ছে এখানে আপনাদের দোয়ায় বলা কি কোনো শির্ক হচ্ছে কি না?
প্রশ্ন ২. আমরা অনেকেই জামায়াতে ফরজ নামাজ এর পর হাত তুলে মোনাজাত করি আবার বিভিন্ন মিলাদ, মাহফিল বা যেকোনো সভায় হাত তুলে মোনাজাত করে থাকি কিছু হল। আমি বিভিন্ন আলেমের বয়ান শুনে জানতে পারি জামায়াতের সাথে হাত তুলে মোনাজাত করা বেদাত। তবে বিষয়টি নিয়ে সম্পুর্ণ পরিষ্কার না তাই জানতে চাওয়া। যেকোনো অবস্থায় জামায়াতের সাথে হাত তুলে মোনাজাত করা বেদাত নাকি শুধুমাত্র ফরজ নামাজের পর জামায়াতের সহিত মোনাজাত করা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অতিরিক্ত আপনাদের দোয়ায় বলার প্রয়োজন নেই। তবে এটা শিরক নয়। ২। দোআ মুনাজাত একা একা করাই মূল বিধান নামাযের পরে হোক বা অন্য সময় হোক। তবে এক সাথে মুনাজাত করাকে আবশ্যক মনে না করে কখনো কখনো সবাই মিলে মুনাজাত করলে আশা করি বিদআত হবে না। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0019 নম্বর প্রশ্নের উত্তর এবং https://islamqa.info/ar/answers/93757/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D8%AF%D8%B9%D8%A7%D8%A1-%D8%A7%D9%84%D8%AC%D9%85%D8%A7%D8%B9%D9%8A