As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4377

সফর

প্রকাশকাল: 23 Jan 2018

প্রশ্ন

সফরে বাসে থাকা অবস্থায় নামাজের সময় হলে কিভাবে নামাজ আদায় করবো?
অযু / তায়াম্মুমের সুযোগ না থাকলে করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম । নিকটে কোথাও গেলে বাস থেকে নেমে সালাত আদায় করবেন। দূরের যাত্রার সময় বাস মাঝে বিরতি দেয়। চেষ্টা করবেন তখন নামায পড়ার জন্য। প্রয়োজনেযুহরের সালাতশেষ ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে পড়তে পারেন। মাগরিবও শেষ ওয়াক্তে ইশার আগে পড়তে পারেন। কোন ভাবেই যদি বাসের ভিতরে ছাড়া নামায আদায় সম্ভব না হয়। তাহলে যতটা সম্ভবি ক্বিবলামুখি হয়ে সাজদা দিয়ে নামায আদায়ের চেষ্টা করবেন। বর্তমানে ওযু না থাকার কোন সুযোগ নেই। বাসে উঠার সময় বোতলে পানি নিয়েউঠবেন অথবা বাসের কোন কর্মীর কাছে টাকা দিবেন, সে পানি নিয়ে আসবে। সবচেয়ে ভালো হবে বাস যখন বিরতি দিবে তখন ওযু করে সালাত আদায় করা।