As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4371

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Jan 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়খ, আমি রিযিক নিয়ে চিন্তিত আছি, আমাকে সুন্তাতি আমল বলে দেন যাতে আমার রিযিকের সমস্যা, বেকারত্ব দুর হয়ে যায় এবং পরমুখাপেক্ষী না থাকা লাগে। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। রিযিকের জন্য এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় বারবার পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى এছাড়া কুরআনের এই দুআটিও নামাযে এবং অন্যান্য সময় বেশী বেশী পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং যে কোন প্রয়োজনের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় পাঠ করতে থাকুন।