As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4368

হালাল হারাম

প্রকাশকাল: 14 Jan 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি। কিন্তু সমস্যা হচ্ছে আমার চাকরির পোস্টটি পড়েছে একটি সুদি ব্যাংক প্রতিষ্ঠানে। আমি আগে থেকেই বিষয়টি জানতাম। কিন্তু তখন এতকিছু চিন্তা করিনি। কিন্তু এখন আমার মনে সন্দেহ হচ্ছে আমার চাকরির বেতনটা কি হালাল হচ্ছে। কারন আমার বেতনটা যেহেতু উক্ত প্রতিষ্ঠান থেকেই আমার কোম্পানিতে যাচ্ছে। আর আমি কি একটি সুদি ব্যাংকের সিকিউরিটি দিচ্ছি না। এ বিষয়ে আমাকে একটু অবহিত করলে, উপক্রিত হতাম। বিষয়টি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার কোম্পানীকে বলবেন, আপনার ডিউটি যেন সুদভিত্তিক প্রতিষ্ঠান বাদে অন্য কোথাও দেয়। সেটা সম্ভব না হলে আপনার জন্য আবশ্যক হলো অন্য কোন হালাল ও স্বচ্ছ ইনকামের খোঁজ করা। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সমস্যা দূর করে দেন।