As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4364

সুন্নাত

প্রকাশকাল: 10 Jan 2018

প্রশ্ন

আলহামদুলিল্লাহ,আমার ধারণা মতে এই গুরুপে অনেক সম্মানিত মাওলানা ও মুফতি সাহেবরা আছেন। তাদের কাছে আমি এ অধম কিছু সঠিক মাসয়ালা জানতে চাই, আমার fb ইনবক্সে বা এই গরুপে জানালে আমি উপকৃত হবো। যা জানতে চাই-(১) নামাজে পাগড়ি পরলে এক রাকাতে ৭০ রাকাত সওয়াব পাওয়া যায়, এটি কোন সহি হাদীসে আছে? জানাবেন। (২) এছাড়াও পাগড়ি পরার কি কি ফজিলত রয়েছে আমাকে দয়া করে একটু জানাবে। (৩) জুব্বা পরাই কি সুন্নত বা সবসময় জুব্বা পরতে হবে, এরকম কোন সহি হাদীস থাকলে জানাবেন। (৩) কোন ধরনের টুপি পরা সুন্নত, সহি হাদীস থাকলে জানাবেন। বিভিন্ন ছবি মানুষ শেয়ার করে নবীজীর টুপি বলে সে খানে দেখা যায় বিভিন্ন রকমের টুপি। বিঃদ্রঃ উত্তরের ক্ষেত্রে সহি হাদীস থাকলে সহি হাদীস। দুর্বল হাদীসের ক্ষেত্রে সামনে দুর্বল লিখে দিলে ভাল হবে। হাদীস ছাড়া চার ইমাম বা কোন অলিদের ব্যক্তিগত মত প্রকাশ না করার জন্য অনুরোধ করছি। এক কথায় সহি হাদীস দ্বারা মাশয়ালার উত্তর চাই।

উত্তর

১। না, এটা কোন সহীহ হাদীসে নেই।আপনার বাকী প্রশ্নের উত্তরগুলো বিস্তারিত জানতে শায়খ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গী রহি.রচিত পোশাক, পর্দা ও দেহসজ্জা বইট পড়ুন। ওখানে হাদীসসহ বিস্তারিত আছে।