As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 4353
নফল সালাত
প্রকাশকাল: 30 Dec 2017
সালাতুল কুসূফ বা সূর্য গ্রহণের সালাতে প্রতি রাকাতে কী দুইবার সুরা ফাতিহা পাঠ করতে হবে অর্থাৎ প্রথম রুকুর পর উঠে কিরাআত করার সময় কী আবার সূরা ফাতিহা পাঠ করতে হবে নাকি শুধু অন্য যেকোনো সূরা পড়তে হবে।