As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4350

হালাল হারাম

প্রকাশকাল: 27 Dec 2017

প্রশ্ন

আমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের বিল্ডিং-এর বিভিন্ন প্রকার সংস্কার ও নির্মাণ কাজ হয়। একজন কন্টাকটার আমাদের বেশ কয়েকটি কাজ পেয়েছে। আমার সাথে তার কোনো আর্থিক লেনদেনের কোনো কথা হয়নি এবং আমি কোন টাকা নিতে চাইনি। কিন্তু তুমি জোর করে আমার কিছু টাকা দিয়েছেন, আমি তাকে হাদিস বলেছি, তার প্রতি উত্তরে উনি আমাকে বলেছেন কাজটি করতে যেয়ে বিভিন্ন সময় আমি যে পরামর্শ ও সহযোগিতা দিয়েছি সেজন্য তিনি আমাকে ভালবেসে ছোটভাই হিসাবে উক্ত অর্থ প্রদান করেছেন। আমি তোকে সেই অর্থ ফেরত দিতে চাই কিন্তু উনি নিতে নারাজ। উক্ত টাকাটা কি আমার বৈধ হবে, না ঘুষ হিসেবে গণ্য হবে।

উত্তর

আপনি যদি উক্ত প্রতিষ্ঠানে কাজ না করতেন তাহলে উক্ত টাকা নিতে আপনার কোন সমস্যা ছিলো না। যেহেতু আপনি সেখানে চাকুরী করেন তাই এই টাকা পরোক্ষভাবে এক ধরণের ঘুষ হিসেবেই গণ্য হবে। উক্ত টাকা তাকে ফেরত দিয়ে দিন।