As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 435

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 Apr 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম . শপথের কাফফারা হিসাবে ৩ টি রোজা রাখলেই কি হবে? একজন ব্যাক্তি জামাতে নামাজ পড়ার জন্য ১ বার শপথ করলো কিন্তু তার অনেকগুলো নামাজ মিস হয়ে গেল তাহলে কি তাকে প্রতীটির জন্য ৩ টি করেই রোজা রাখতে হবে? সেই রোজা রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে তার রোজা হবে নাকি হবে না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উক্ত শপথ ভঙ্গের জন্য তাকে একবারই কাফফারা দিতে হবে, প্রতি ওয়াক্ত নামাযের জন্য নয়। কাফফারা হলো দশজন মিসকীনকে তৃপ্তিসহ দু বেলা খানা খাওয়াতে হবে। অথবা এর মূল্য দান করে দিতে হবে কিংবা দশজনের প্রত্যেককে এক জোড়া করে কাপড় দিতে হবে। আর এ দুটির সামর্থ্য না থাকলে ধারাবাহিকভাবে তিনটি রোযা রাখতে হবে। মিথ্যা বলা মহা গুনাহ। তবে মিথ্যা বললে রোজা ভঙ্গ হবে না।