আমার বাবার একজন বন্ধু ছিল তিনি বান্ডারি ছিল তার সাথে আমার বাবা মাজারে যেত তাদের দেখে বুঝা যায় তারা বন্ড নামায পড়ে না ৷ আসতে আসতে তার বন্ধুর সাথে চলাফেরা বাদদেয় ৷ এখন একজন পিরের মুরিদ হয়েছে৷ নাম সৈয়দ মজিবুল বশর ভান্ডারি ইউটুবে তার ভিডিও আছে দেখে ভাল পির মনে হয়৷ আমার বাবা তার অনেক ভক্ত আমার বাবা বলে তিনি অনেক দিনের কথাবলে কিন্তু আমার বাবা এক ওয়াক্ত নামায পড়েনা ৷ আর তার পিরের একটা ছবি ঘরের দেওয়ালে লাগিয়েছে সেই ছবি ছুয়ে প্রতিদিন সালাম করে আর সন্ধ্যায় ছবির সামনে আগরবাতি দরায় আর পিরকে বাবা বলে ডাকে৷ তার ব্যবহারে আমার মনেহয় তিনি শির্ক করে ৷ আমার বাবার কথায় আমার মাও এসব করে৷ তাদের বুঝিয়েছি এসব থেকে দুরে থাকতে পাচঁ ওয়াক্ত নামায পড়তে তারা বুঝেনা ৷ আর আমি পাচঁ নামায পড়ি সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি৷ এখন আমার মা-বাবাকে নিয়ে অনেক চিন্তা না জানি ইমান হারিয়ে ফেলে কি করব দয়া করে বলবেন ৷