As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4345

যিকির দুআ আমল

প্রকাশকাল: 22 Dec 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে দুয়া কি চেষ্টা বা প্রচেষ্টার অন্তর্ভুক্ত? অনেক হাদিসে দুয়া কথা বলা হয়েছে। দুনিয়ার জীবনে সফলতা পাওয়ার জন্য চেষ্টা উপায়-উপকরনের ব্যবস্থা নেওয়ার হুকুম আছে। কিন্তু যার চেষ্টা বা উপায়-উপকরনের ব্যবস্থা নেই সে যদি সফলতা অর্জন করতে চায় তাহলে কি? দুয়াই সেই ঘাটতি পূরন করে দিতে পারে? দুয়ার ক্ষমতা কি চেষ্টা বা উপায়উপরন থেকেও বেশি? এবং শুধুমাত্র দুয়া করে কি জীবনে সফলতা অর্জন করা সম্ভব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩। সুতরাং আপনি পরিপূর্ণ ইসলাম মেনে জীবন পরিচালনা করবেন। দুআ করবেন এবং সাধ্যমত চেষ্ট করবেন। আল্লাহ অবশ্যই দুনিয়া ও আখেরাতে ভালো রাখবে। ধৈয্য ধরতে হবে। সহসা সব কিছু ঠিক হয়ে যাবে না।আর আল্লাহ তায়ালা মূমিনদের বিভিন্নভাবে পরীক্ষা করবেন, সেটা বলেছেনই। চেষ্টা বা উপায়-উপকরনের ব্যবস্থা নেই এটা সঠিক কথা নয়। যতটুকু ব্যবস্থা আছে ততটুকু করতে হবে। কায়িক পরীশ্রম করে কতো মানুষ পরিবার চালাচ্ছে, এক হাজার টাকা পুঁজি নিয়েও কতো মানুষ বিভিন্ন জায়গাতে ব্যবসা করছে। সুতরাং উপায় উপকরণের ব্যবস্থা নেই, এটা একটি সম্পূর্ণ ভিত্তিহীন কল্পনাপ্রসূত কথা। দীর্ঘ দুনিয়াবী আশার কারণে এমন কথার জন্ম হয়। দ্বিতীয়ত অঢেল টাকা পয়সা থাকায় জীবনে সফলতার মাপকাঠি নয়। ইসলামের উপর টিকে থাকায় জীবনের সফলতা। সাথে প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা যেন আল্লাহ করেন সেই দুআ এবং চেষ্টা চালিয়ে যেতে হবে।