As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4339

বিবাহ-তালাক

প্রকাশকাল: 16 Dec 2017

প্রশ্ন

জনৈক দম্পত্তি এক সাথে তিন তালাক দিয়ে দিয়েছেন। এ ক্ষেত্রে আমরা জানি, দুটি মত আছে ১) অধিকাংশ আলেমের মত চার ইমাম সহ তিন তালাক হয়ে যাবে। ২) ইমাম ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়িম রহ কতিপয় সৌদি আলেম ও আহলুল হাদিসের আলেমদের ফতোয়া হলো যেহতু এটা সুন্নত তালাক না সেহেতু এক তালাক গন্য হবে। তাদের দলিল হিসেবে সহিহ মুসলিমের হাদিস পেশ করেন বা সুন্নত তালাক বহির্ভূত হওয়াতে এক তালাক গন্য করেন পক্ষান্তরে এক সাথে ১০০ তালাক দিলে তিন তালাক পতিত হবে বাকি তালাক বলার জন্য গুনাহ গার হবে মর্মে হাদিস আছে। এখন ঐ দম্পত্তি কি করবেন তারা কি এক সাথে থাকতে পারবেন এক তালাক ধরে নিয়ে নাকি তিন তালাক ধরে নিবেন। যদি এক তালাক ধরে নেন তাহলে কি তাদের পরবর্তী জীবনে জেনা করার গুনাহগার হবেন?
(বিঃদ্রঃ) স্বামী ৫৫+ ও স্ত্রী ৪০+ বয়সী তারা এক তালাক ধরে সংসার করতে চান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই মাসআলার উত্তর আপনি নিজেই তো উল্লেখ করেছেন। চার ইমামসহ অধিকাংশ আলেমের মতে তিন তালাক পতিত হবে, এক তালাক ধরে সংসার করলে ব্যভিচার হিসবে গণ্য হব, সংসার অবৈধ হবে।