As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4338

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Dec 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি কানাডা থাকি। আমার দুটা বাড়ী আছে। একটাতে আমি থাকি পরিবার নিতে আর অন্যটা ভাড়া দিয়েছি। দুইটা বাড়ী ইকিছু টাকা আমি দিয়েছি আর অধিকাংশ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি। এখন আমি যত তারাতারি সম্ভব শোধ করার চেষ্টাকরছি। আমার জন্য কী ভাড়া বাড়ীর ভাড়া খাওয়া কী এটা হালাল? আর যদি ভাড়া বাড়ীর বিক্রি করে অন্য বাড়ী কিছু টাকাপরিশোধ করে দেই তাহলে কি জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ব্যাংক থেকে সুদী লোন নেয়া হারাম। সুদী লোনের এই টাকা দিয়ে যে কোন ধরণের আয়-উপার্জন হারাম। আপনার জন্য ঐ বাড়ী ভাড়া দেয়ার কোন বৈধতা নেই। যদি ভাড়া বাড়ী বিক্রি করে অন্য বাড়ীর কিছু টাকাপরিশোধ করে দেন তবুুও ঐ বাড়ী আপনার জন্য বৈধ নয়। কারণ সুদের কিস্তির টাকা তখনও এই বাড়ীতে বিদ্যমান। আপনার জন্য আবশ্যক হলো, উভয় বাড়ি বিক্রি করে দিয়ে ব্যাংকের লোন শোধ করা।এরপর যা টাকা অবশিষ্ট থাকে সেটা দিয়ে যদি কোন বাড়ি করতে পারেন করবেন নয়তো ভাড়া বাড়িতে থাকবেন।