জনাব, আসসালামু অলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি বিবাহ করবো বলে স্থির করছি। আমার প্রশ্ন হলো মোহরানা নিয়ে। আমার জানামতে আমাদের দেশে বিবাহের 02 টি অংশ। ১) সরকারীভাবে বিবাহ রেজিষ্ট্রশন করা, ২) কাজী/মাওলানা কর্তৃক বিবাহ পড়ানো। বর্তমানে পরিবার গুলো ৫-১০ লক্ষ টাকা মোহরানা ধার্য্য করে যা আমার পক্ষে এই মুহূর্তে পরিশোধ করা সম্ভব নায়, অপর দিকে আমি মোহরানা পরিশোধ করেই বিবাহ করতে চাই। এ অবস্থায় আমি যদি কাজী কর্তৃক বিবাহ পড়ানোর সময় আমি যে পরিমান মোহরানা দিতে পারব তা বলে বিবাহ করি (অবশ্যই কনের সম্মতি নিয়ে) কিন্তু সরকারীভাবে বিবাহ রেজিষ্ট্রশন করার সময় পরিবার কর্তৃক নির্ধারিত মোহরানা উল্লেখ করা হয় তা ইসলাম সম্মত হবে কিনা। উদাহরণ স্বরূপ, কনের অনুমতি নিয়ে ২ লক্ষ টাকা মোহরানায় কাজী সাহেব বিবাহ সম্পন্ন করলেন এবং আমি বিবাহের সময়ই উক্ত ২ লক্ষ টাকা পরিশোধ করে দিলামা কিন্তু সরকারীভাবে বিবাহ রেজিষ্ট্রশন এর সময় মোহরানা ১০ লক্ষ টাকা উল্লেখ করা হলো। এটা ইসলাম সম্মত হবে কি না?