As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4333

ঈদ কুরবানী

প্রকাশকাল: 10 Dec 2017

প্রশ্ন

আছছালামু আলাইকুম। আমি বিদেশে থাকি। আমার বাচ্চা ও পরিবার আছে। আমি এবার চিন্তা করছি বাংলাদেশে কোরবানী দিব কোন organization এর মাধ্যমে। আর আমার বাসায় গোসত্ কিনে খাব। আমার প্রশ্ন হল এটা কী যায়েজ? যেহেতু আমার বাসায় ছেলে মেয়ে আছে। আমার উদ্দেশ্য হল দেশে গরীব কে সাহায্য করা কোরবীর মাধ্যমে। বিদদাননদ ফাউন্ডেশন এর মাধ্যমে কী কোরবানী দেওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন সংগঠন যদি কুরবানীর বিধান মেনে আপনার পশু কুরবানী করে দেয় তাহলে জায়েজ আছে।বিদদাননদ ফাউন্ডেশন সম্পর্কে জানা নেই। তবে বাংলাদেশের সর্বত্র পশু জবেহ করা হয়। আপনার স্ত্রী পুত্র যেখানে আছে সেখানেই কুরবানী দিয়ে গোশত মানুষকে দিয়ে দিতে পারেন। নিজে খাওয়ার জন্যও আলাদা একটা কুরবানী করতে পারেন। অথবা অপেক্ষাকৃত বড় পশু কুরবানী করে কিছু গোশত নিজে খাওয়ার জন্য রেখে দিতে পারেন। organization এর মাধ্যমে কুরবানী দিয়ে গোশাত কিনে খাওয়ার চিন্তা আপনার মাথায় কেন কীভাবে আসলো তা বোধগম্য নয়। তবে নিজে বাড়িতে একটি কুরবানী দিয়ে অন্য কোন ইসলামী প্রতিষ্ঠানের মাধ্যমে আরো কুরবানী করতে পারেন। কুরাবনীর দিনে কুরবানীর গোশত খাওয়াও তো ইবাদত, আপনি কিনে কেন খাবেন?