আস-সালামু আলাইকুম। একটি সন্তান জন্মের পর পরেই অন্য একটি পরিবার তাকে দত্তক নিয়ে নেয়। সন্তান টি সেই পরিবারে বড় হয় এবং পালিত বাবা মা কে সম্মান সূচক বাবা- মা ডাকে। তার জাতীয় পরিচয় পত্রে পালিত বাবা মা এর নাম দেওয়া আছে। এমনকি সন্তান টির পালিত বাবা মা সন্তান টির আসল পিতার নাম টা দত্তক নেওয়ার সময় জেনে নেয় নি। এখন আমার প্রস্ন হলো সহিহ বুখারির হাদিস অনুযায়ি যে ব্যক্তি জেনে বুঝে নিজের পিতা কে ছেড়ে অন্যের পিতা কে পিতা ডাকবে/ অন্যের বংশকে নিজের বংশ পরিচয় দিবে সে জাহান্নামে যাবে। এই হাদিস টি কি ঐ পালিত সন্তানের উপর প্রযোজ্য হবে? যদি হয় তাহলে এ থেকে বাচার উপায় কি? জাজাকাল্লাহ খায়ের। উত্তর টি ইমেইলে প্রদান করলে বেশি উপকৃত হবো।