As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4322

বিবাহ-তালাক

প্রকাশকাল: 29 Nov 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম হুজুর আমি বিদেশে পরাশুনা করি। আমার স্ত্রী দেশেই কলেজ হোস্টেলে থেকে পরাশুনা করে। বেশকিছুদিন নিজেদের মধ্যে বনিবনা হচ্ছিলোনা, এমতাবস্থায় একদিন আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় এবং আমি তাকে ফোনেই এক তালাক দেই। এই ঘটনার তিন চার দিন পর আমরা দুজনেই আমাদের ভুল বুঝতে পারি এবং আল্লাহ্র কাছে ক্ষমা চাই। তারপর আমাদের যোগাযোগ, কথাবার্তা আগেই মতোই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আমি যেহেতু বিদেশে থাকি তাই এই এক তালাকের পর ইদ্দত শেষ হওয়ার পুর্বেই ফিরিয়ে নেয়ার পরেও শুধু ফোনে কথা ছাড়া আমাদের মধ্যে ৫-৬ মাস যাবত শারীরিক কোনো সম্পর্ক হয়না। এমতাবস্থায় আমাদের বিয়ে কি ঠিক থাকবে নাকি আবার নতুন করে বিয়ে করে নিতে হবে? দয়াকরে জানবেন। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, নতুন করে বিয়ে করতে হবে না। সংসার যদি টিকিয়ে রাখতে চান তাহলে অবিলম্বে দুজন এক জায়গায় থাকুন আর ভুলেও যেন তালাক শব্দ মুখে আনবেন না।