As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4307

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Nov 2017

প্রশ্ন

আমার প্রশ্নঃ জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় রুকু সেজদাহে চলে যাই, আল্লাহু আকবার না বলে, এতে কি আমার সালাত হবে?

উত্তর

রুকু সাজদাতে আল্লাহু আকবার বলা গুরুত্বপূর্ণ সুন্নাত। সুতরাং তাকবীর বলবেন। তাকবীর ভুলে যাওয়া তো একটা খুবই খারাপ বদ অভ্যাস।