আসসালামু আলাইকুম। আচ্ছা আমার মা-বাবার সাথে আমাদের এক নিকট আত্নীয়দের(মামা) অনেক গন্ডগোল/ঝামেলা (পারিবারিক কারণে)। কিন্তু আমার সাথে আবার ওই আত্নীয় দের ভালো সম্পর্ক। আমি অনেক চেষ্টা করেও মা-বাবার সাথে তাদের সম্পর্ক ঠিক করতে পারি নাই। এখন আমার মা-বাবা আমাকেও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে। তাদের সাথে মিশতে,কথা বলতে মানা করে। এখন এক্ষেত্রে আমার করণীয় কি? মা-বাবার কথা শুনবো নাকি আত্নীয়তার সম্পর্ক রক্ষা করবো?