As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4298

নফল সালাত

প্রকাশকাল: 5 Nov 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১) তাহাজ্জদ এবং নফল নামাজে সিজদায় আল্লাহ এর কাছে কিছু চাওয়া যাবে? এ ব্যাপারে নবী ( স:) এর সুন্নাহ ও হাদীসে কি আছে?
২) রুকু ও সেজদায় দোয়া সবোচ্চ কতবার পড়তে পারবো? নবী (স:) কি বলেছেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তাহাজ্জদ এবং নফল নামাজে সিজদায় আল্লাহর কাছে চাওয়া যাবে, দুআ করা যাবে। তবে রুকুতে শুধু তাসবীহ পাঠ করবেন, কোন দুআ করবেন না। রুকু সাজদাতে জিকিরের কোন সংখ্যা হাদীসে নির্ধারিত নেই। যত ইচ্ছা ততেবার পাঠ করবেন। রাসূলুল্লাহ সা. দীর্ঘ সময় ধরে রুকু সাজদা করতেন। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন, শায়েখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. লিখিত রাহে বেলায়েত বইটি দেখুন।