As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4294

বিবিধ

প্রকাশকাল: 1 Nov 2017

প্রশ্ন

আস্সালামু আলাইকুম জনাব,আমার দুটো প্রশ্ন নিচে দেওযা হলো। ১-ফরজ নামাজে বা নফল নামাজে রুকুর তাসবিহ পাঠ করার পর রব্বিগ ফিরলী অথবা আল্লাহ হুম্মাগ ফিরলী পড়া যাবে কিনা?
২-বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এ সময় বৃষ্টতে ভিজে দোয়া করতে হবে? নাকি ঘরে বসেই দোয়া করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ আরবীতে করতে পারেন সিজদাতে। আর রুকুতে বেশী বেশী তাসবীহ পাঠ করবেন, কোন দুআ পাঠ করবেন না। ২। হাদীসে বৃষ্টিতে ভিজতে বলা হয় নি, বৃষ্টিতে ভেজারও দরকার নেই, অসুখ-বিসুখ হতে পারে।নিরাপদ স্থানে থেকে দুআ করবেন।