আস্সালামু আলাইকুম জনাব,আমার দুটো প্রশ্ন নিচে দেওযা হলো। ১-ফরজ নামাজে বা নফল নামাজে রুকুর তাসবিহ পাঠ করার পর রব্বিগ ফিরলী অথবা আল্লাহ হুম্মাগ ফিরলী পড়া যাবে কিনা?
২-বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এ সময় বৃষ্টতে ভিজে দোয়া করতে হবে? নাকি ঘরে বসেই দোয়া করা যাবে?