আমি যদি জানতে পারি কোন একজন ঈমাম গোপনে জ্বিনা-ব্যাভিচার এ লিপ্ত তার পিছনে কি আমার নামাজ হবে। (আমার কাছে প্রমান সহ থাকলে। )
তার এই পাপের ব্যাপারে এলাকার মানুষকে জানানো ঠিক হবে কি?
উত্তর
প্রমাণসহ জানতে পারলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে এই ইমামকে পরিবর্তন করা জরুরী। এমন গোনাহগার পাপিষ্ট ইমামকে কোন অজুহাতেই মসজিদে রাখা ঠিক হবে না।