As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 428

বিবাহ-তালাক

প্রকাশকাল: 2 Apr 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম । স্যারের কাছে আমার প্রশ্ন, আমার ভাই তার বউকে ঝগড়ার পর তার মায়ের সামনে তিন তালাক বলেছে । এরপর ভাবির মা তার মেয়েকে নিয়ে চলে গেছেন । এই তালাক কি হয়ে গেছে? নাকি ভাবিকে ফেরত আনার কোন উপায় আছে? এক্ষেত্রে বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, আপনার ভাবী তালাক হয়ে গেছে। তাকে ফিরিয়ে নেয়ার কোন উপায় নেই। তবে যদি ঐমহিলার অন্য কোথাও পরবতীর্তে বিয়ে হয় আর সেই স্বামী তাকে তালাক দেয় অথবা মারা যায় তাহলে আপনার ভাই তাকে বিয়ে করতে পারবে। এছাড়া দ্বিতীয় কোন পথ নেই।