আমার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন (বাবা, মা, আমি আর আমার ছোট বোন)। বাবা, মা, বোন একসাথে থাকে মফঃস্বলে থাকে আমি ঢাকায় চাকুরী করি এবং মাঝে মধ্যে ছুটিতে মফঃস্বলে বেড়াতে আসি। প্রশ্ন- ১ঃ আমার বোন ঠিকমত নামাজ পরে না, পর্দাও করে বাইরে বের হয় না এবং সোশিয়াল মিডিয়াতে নিজের ছবি আপ্লোড করে। বড ভাই হিসেবে আমি নিষেধ করি যখন দেখতে এরকম কিছু দেখতে পাই। এক্ষেত্রে যদি ছোট বোন কথা না শুনে আমার বাবা/মা/ আমি তিন জনই গুনাহগার/ দাইউস হবো?
প্রশ্ন- ২ঃ আমার বাবা নামাজ পরে কিন্তু তিনি বলতে গেলে অপরিষ্কার হয়ে থাকে। মাঝে মাঝে খেয়াল করলে দেখি ওজু ঠিকমত করে না। আর নামাজের কিরাত সবসময় ভুল করে উচ্চারণ করে। এক্ষেত্রে আমি কয়েকবার বলার পরেও নিজেকে কোন পরিবর্তন করার চেষ্টা করেনি। এক্ষেত্রে উনাকে ভুল ধরিয়ে দিলে কোন কর্ণপাত করার চেষ্টা করেনা, এড়িয়ে চলে। তার যেটা ভালো মনে করে সেটাই করে। এক্ষেত্রে আমার কি করণীয়? প্রশ্ন- ৩ঃ পরিবারে এরকম সদস্য যে ইসলাম ঠিকমত পালন করে না বা ভুল করলে বলার পরেও সংশোধন করেনা। তাকে কতটুকু/ কতবার নসীহত করার পর নিজেকে দায়মুক্ত মনে করা যায়? সেসব সদস্য যদি স্বাবলম্বী না হয় তাদেরকে কি ভরণ পোষণ দেয়া যায়েজ বা ভরণ পোষণ দিলে কি গুনাহগার হবো?